গাছের ফল থেকে ডিজেল ও ত্বকের রোগ সারানোর প্রয়াস উত্তরবঙ্গে

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি ঃএক রকম ছোট ছোট গাছ আছে, একসঙ্গে ঝোপের মধ্যে গাছগুলো হয় । বিজ্ঞানসম্মত নাম পোঙ্গানয়া পিহাটা। সেই গাছের ফল থেকে তৈরি হবে বায়ো- ডিজেল। সেই ভেষজ ডিজেল দিয়েই চলবে যানবাহন। শুধু তাই নয়, সেই গাছ থেকে ত্বকের অনেক রোগ সারানো যাবে। তাই সেই গাছকে ভিত্তি করে এখন শিলিগুড়ি পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক কাজে নেমেছে শিলিগুড়ি লিগ্যাল এইড ফোরাম। তাদের সঙ্গে রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সামাজিক বনসৃজন দপ্তর এবং বিভিন্ন ব্লকের প্রশাসনিক আধিকারিকরা। লিগ্যাল এইড ফোরামের প্রধান অমিত সরকার। মূলত তার উদ্যোগেই শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া, নকশালবাড়ি সহ অন্যত্র তৈরি হয়েছে অনেকগুলো পিনাটা ফ্যানস ক্লাব। সেই ক্লাবের মাধ্যমে এখন চলছে টেবিল টেনিস এবং ফুটবল খেলা। পাশাপাশি তারা বিভিন্ন স্থানে এই গাছের চাষবাস মেতেছেন। বলা হচ্ছে, এই গাছ থেকে বায়ো ডিজেল তৈরি হলে তার থেকে অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়বে। সেই লক্ষ্যে নারী ও শিশু পাচার প্রতিরোধ করা, বাল্যবিবাহ ঠেকানো, বন্যপ্রাণী রক্ষা করা প্রভৃতি সামাজিক কাজের প্রক্রিয়া শুরু হয়েছে। এই গাছ চাষ এবং তার ফল থেকে ভেষজ ডিজেল বের করার মাধ্যমে অনেককেই কর্মসংস্থানেের ব্যবস্থা করা হবে। যেসব নারী ও শিশুকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে তাদেরকে পুনর্বাসন এর জন্য এই পিনাটা ফ্যানস ক্লাব কাজে নামানো হচ্ছে। আবার দারিদ্রতার কারণে যাদের বাল্য বিবাহ দেওয়া হচ্ছিল তাদেরকেও উদ্ধার করে পিনাটা ফ্যানস ক্লাবে কাজে নামানো হচ্ছে। এ এক অন্যরকম প্রয়াস শুরু হয়েছে অমিতবাবুর নেতৃত্বে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর পলাশ মন্ডল বলেন,এ এক অন্যরকম প্রয়াস। তারাও এই গাছ নিয়ে গবেষণা করছেন। চারদিকে ডিজেলের চাহিদা বাড়ছে। সেদিন থেকে এই গাছের ফল বিরাট এক সমস্যা দূর করবে। কারণ গাছের ফল থেকে বায়োডিজেল বের করা হলে যানবাহনের চলাচলে তা কাজে লাগবে। এ এক বিকল্প জ্বালা। আর এই গাছ থেকে ত্বকের অনেক রোগ দূর করা যাবে। ফোরামের সমাজসেবী অমিত সরকার জানিয়েছেন, নারী ও শিশু পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার করা মেয়ে এবং অন্যদের মধ্যে তারা খবরের ঘন্টার উদ্যোগে তৈরি হওয়া নারী ও শিশু পাচার বিরোধী গান প্রচার করছেন সচেতনতার জন্য। গানগুলো লিখেছেন পত্রিকা সম্পাদক বাপি ঘোষ এবং তাতে সুর দিয়েছেন পত্রিকার সহসম্পাদিকা শিল্পী পালিত।