শিলিগুড়ি বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চ থেকে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদনঃ সোমবার দুপুরে শিলিগুড়ি বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চ থেকে উত্তরবঙ্গ উৎসবের শুভ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকেই এদিন বিভিন্ন উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন তিনি। অন্য বছর শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এই উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এবার করোনা পরিস্থিতির জন্য অনাড়ম্বর পরিবেশে উৎসবের সূচনা হয়েছে। একইসঙ্গে এবারের বঙ্গরত্ন প্রাপকদের এদিন তিনি সন্মানিত করেন। অনুষ্ঠানে মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন সঙ্গীত পরিবেশন করেন। এবার উত্তরবঙ্গে যাঁরা বঙ্গরত্ন পেলেন তাঁরা হলেন ডাঃ শেখর চক্রবর্তী, রঙ্গু সৌরিয়া(দার্জিলিং) , সি কে শ্রেষ্ঠা( কালিম্পং), ডাঃ রাজা রাউত( জলপাইগুড়ি) , প্রমোদ নাথ( আলিপুরদুয়ার),মৈনুদ্দিন চিস্তি(কোচবিহার) , ডঃ পার্থ কুমার সেন( উত্তর দিনাজপুর), তাপস কুমার চক্রবর্তী ( দক্ষিন দিনাজপুর), পরিমল ত্রিবেদী ( মালদা)।