মশারি বিতরণ শিলিগুড়ি হাকিমপাড়ায়

নিজস্ব প্রতিবেদন ঃ মানুষের সেবা করতে ভালোবাসেন শিলিগুড়ি হাকিমপাড়া গিরীশ ঘোষ সরনি নিবাসী সুকান্ত বসু।প্রায়ই তিনি বাড়ির মধ্যে রক্তদান শিবির আয়োজন করেন।তার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করেন। সমাজসেবী হিসাবে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন সুকান্তবাবু।মঙ্গলবার গোপা বসুর জন্মদিন উপলক্ষে মশারী বিতরন করলেন সুকান্তবাবু।বহু গরিব মানুষ মশারী পেয়ে বেশ খুশি।