পুলক সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে অনুভবে কবি

নিজস্ব প্রতিবেদনঃ আইইসিএফ অর্থাৎ ইন্ডিয়ান এডু কালচারাল ফাউন্ডেশনের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে “অনুভবে কবি “। উত্তরবঙ্গের শিল্পীদের নিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হতে চলেছে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে আগামী ২৯ ও ৩০ শে মে।এই অনুষ্ঠানের কর্ণধার হলেন সংগীত পরিচালক পুলক সরকার । প্রত্যেক বছর কলকাতা থেকে শিলিগুড়ি এসে নিরলস পরিশ্রমের পর দারুন একটি অনুষ্ঠান আয়োজন করেন পুলক সরকার ।তাঁর আন্তরিক আহ্বানে শুধু উত্তরবঙ্গ থেকে নয়, দেশবিদেশ থেকেও শিল্পীরা এসে অনুষ্ঠানে অংশ নেন। এই পুলক সরকার উত্তরবঙ্গ উৎসবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এক হাজার কন্ঠ করিয়েছিলেন ।একই সাথে প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন বাংলাদেশে এক হাজার কণ্ঠের অনুষ্ঠান করেন।
এই অনুষ্ঠানে পাচ বছর আগে উত্তরবঙ্গেরএক হাজার কণ্ঠ শিল্পীকে নিয়ে সুগীতবিতান অ্যালবাম উদ্বোধন করেছিলেন। সেই সময় উপস্থিত ছিলেন প্রয়াত অধ্যাপক সমর চক্রবর্তী, প্রয়াত শিল্পী কুমকুম মুখোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়, স্বর্ণকমল চট্টোপাধ্যায়প্রমুখ।
২৯শে মে প্রথম দিন সদ্য প্রয়াত সঙ্গীত গুরু ও প্রণম্য শিল্পী কুমকুম মুখোপাধ্যায়কে স্মরণ করে এই প্রথম অনুষ্ঠান হবে। যেখানে পালিত হবে তাঁর জন্মদিন। একই সঙ্গে রবীন্দ্রসদনের ভাবনায় সাতদিন ব্যপি বিভিন্ন পর্যায়ভুক্ত রবীন্দ্রসঙ্গীত ও অন্যান্য সঙ্গীত অনুষ্ঠানও হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন বাংলার সাত জন বিশিষ্ট সঙ্গীত স্রষ্টা
যেমন কবি নজরুল, রজনীকান্ত, অতুলপ্রসাদ, ডি এল রায়, রামপ্রসাদ, নিধুবাবু, ও লালন র গান হবে । রবিবার অনুষ্ঠানের শুভ সূচনায় স্থানীয় ইচ্ছে বাড়িতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সঙ্গীত গুরু, বাদ্ক, নৃত্য শিল্পী ও আইইসিএফের সদস্যরা। রিপোর্ট অনিন্দিতা চ্যাটার্জীর