শিলিগুড়িতে মাস্ক না পড়ায় পটলের মালা

নিজস্ব প্রতিবেদন ঃ শনিবার শিলিগুড়ি ফাইট করোনা, রাজবংশী রিপ মিনিস্ট্রি এবং স্টুডেন্টস সোসাইটি অফ শিলিগুড়ি টিকিয়াপাড়া বাজার, মহাবীরস্থান বাজার এলাকায় মাস্ক বিলি করে। তার সঙ্গে মানুষকে করোনা বিষয়ে সচেতন করা হয়। যারা মাস্ক পড়েনি, তাদের পটলের মালা পড়ানো হয়। সমাজসেবী কৌস্তুভ দত্ত জানিয়েছেন, তাদের সচেতনতা অভিযান ধারাবাহিকভাবে চলবে।