মহিলাদের দৌড় ঘিরে উদ্দীপনা, চা শ্রমিকের মেয়ে সীমার সাফল্য

নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার সকালে মে দিবসের দিন দার্জিলিং জেলা মহিলা ক্রীড়া সংস্থা দুটো ভাগে মেয়েদের এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতার একটি ভাগ ছিলো ৬ কিলোমিটার এবং অপরটি আট কিলোমিটার। সিটি সেন্টার এবং মাল্লাগুড়ি ক্ষুদিরাম মূর্তি থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পর্যন্ত ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৫ বছর পর্যন্ত ছ কিলোমিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে ধূপগুড়ির কোয়েল রায়,দ্বিতীয় আলিপুরের ক্যুইন বর্মন, তৃতীয় সুস্মিতা মন্ডল।অপর আট কিলোমিটার বিভাগে সাবিনা রাই প্রথম, সৈরবতী রাই দ্বিতীয় এবং সীমা নায়েক তৃতীয় স্থান অধিকার করে। এই প্রতিযোগিতা ঘিরে গত কয়েকদিন ধরে মহিলা দৌড়বিদদের মধ্যে বেশ উদ্দীপনা তৈরি হয়েছিল। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর তৈরি এবং করোনার বিরুদ্ধে লড়াই করার ভাবনা থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিকে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি বুড়াগঞ্জ থেকে তরাই স্পোর্টস একাডেমির প্রশিক্ষক লোকনাথ বিশ্বাস জানাচ্ছেন, এই প্রতিযোগিতায় আট কিলোমিটার বিভাগে সীমা নায়েক তৃতীয় হয়েছেন।বুড়াগঞ্জের সুবলভিটায় বাড়ি সীমার।ওর বাবা মা দুজনেই চা শ্রমিক। বুড়াগঞ্জ কালকূট সিং হাইস্কুলের মাঠে ভোর পাঁচটা থেকে সীমার দৌড়ের অনুশীলন শুরু হয় প্রতিদিন। বীরসা মুন্ডা কলেজের প্রথম বর্ষের ছাত্রী সীমা।