বিজেপি সাংসদের উদ্যোগে শিলিগুড়িতে শুরু নাইট এম্বুলেন্স, সঙ্গে অক্সিজেন পরিষেবা

নিজস্ব প্রতিবেদনঃ মঙ্গলবার সকালে শিলিগুড়ি ভেনাস মোড়ে উদ্বোধন হল নাইট এম্বুলেন্স পরিষেবা। তার সঙ্গে শুরু হয়েছে জরুরি অক্সিজেন পরিষেবা। বিজেপি সাংসদ রাজু বিস্তের উদ্যোগে শুরু হয়েছে ওই সেবামূলক কর্মসূচী। করোনার এই দুর্যোগের সময় এম্বুলেন্স এবং জরুরি অক্সিজেন পরিষেবা বহু মানুষের উপকারে আসবে বলে সাংসদ জানিয়েছেন। তাঁর সঙ্গে এদিন সেখানে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির শিলিগুড়ি কেন্দ্রের বিধায়ক শঙ্কর ঘোষ, স্থানীয় বিজেপির সম্পাদক রাজু সাহা প্রমুখ। অন্যদিকে মঙ্গলবারই বিকালে শিলিগুড়ি হাসপাতাল লাগোয়া কাছারি রোডের কম্যুনিটি কিচেন থেকে খাদ্য বিলির কর্মসূচিতে যোগ দেন সাংসদ।