
নিজস্ব প্রতিবেদন ঃ দেশে করোনা টিকাকরণের ক্ষেত্রে বৃহত্তর পদক্ষেপ গ্রহণ করলো শিলিগুড়ি তেরাই লায়ন্স ব্লাড ব্যাংক কেন্দ্র । তাদের একদমই নিজস্ব উদ্যোগে মঙ্গলবার শিলিগুড়ির তেরাই ব্লাড ব্যাঙ্ক কেন্দ্রে কোভিড টিকাকরণ কেন্দ্র ‘লার্জেস্ট ভ্যাকসিনেশন ড্রাইভ’ -এর শুভ সূচনা করা হয়। শিলিগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব এই সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেছেন। তিনি একইসঙ্গে বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য সবাই মিলে এখন একসঙ্গে কাজ করতে হবে। আর করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকা একটি বড় হাতিয়ার। টিকা নেওয়ার জন্যও সকলকে এখন সচেতন হতে হবে।
এদিকে এদিন মাটিগাড়া ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির একান্ত উদ্যোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গেট সম্মুখে কোভিড-১৯ সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান সহ নানাবিধ পরিষেবা প্রদান করা হবে এই সহায়তা কেন্দ্র থেকে ।
অন্যদিকে অ্যাকশন এইড ইন্ডিয়া শিলিগুড়ির খালপাড়ার পতিতাপল্লীর ৪৫০ জন যৌন কর্মীর হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলো মঙ্গলবার । করোনা কালে তাদের এই মহতী প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
