
নিজস্ব প্রতিবেদনঃ: হিমালয়ান গুড নিউজ নেটওয়ার্কিং মিনিস্ট্রির তরফে মঙ্গলবার শিলিগুড়ির সাতটি স্বেচ্ছাসেবী সহ পুরসভার চেয়ারম্যান এর হাতে আর্থিক সাহায্য করা হয়।তাছাড়াও বিভিন্ন সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়। ওই সংস্হা র পক্ষে সকলকে নিয়ে এই করোনার সময় কাজ করার আরো ইচ্ছা প্রকাশ করেছেন সংস্থার ডিরেক্টর দাওয়া সিঙে্গ ভুটিয়া, সমাজসেবী কৌস্তুভ দত্ত প্রমুখ।কৌস্তুভ দত্ত বলেন, করোনার বর্তমান দুর্যোগ এর কথা চিন্তা করেই এদিনের এই কর্মসূচি।
এদিকে এদিন হিমালয়ান গুড নিউজ নেটওয়ার্কিং মিনিস্ট্রি থেকে শিলিগুড়ি শক্তিগড়ের ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকারকেও অর্থ সাহায্য করা হয়।করোনার এই দুর্যোগের সময় করোনা আক্রান্তদের বিনা ভাড়ায় নিজের টোটোতে চাপিয়ে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন মুনমুনদেবী। করোনা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করার জন্যও লোকজন মুনমুনদেবীর টোটোতে চেপে পৌঁছে যাচ্ছেন ল্যাবরেটরিতে।
