
নিজস্ব প্রতিবেদনঃখুব শিঘ্রই শিলিগুড়ি পুরসভা ই অফিসে পরিনত হতে চলেছে। শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব মঙ্গলবার সাংবাদিকদের এই খবর জানিয়েছেন । তিনি বলেছেন, পুর সভায় পেপার লেস কাজ অর্থাৎ ই অফিসে পরিনত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এখন থেকে বিল্ডিং প্ল্যান, ট্যাক্স সহ বিভিন্ন কাজ সবই অন লাইনে হবে। অফ লাইনের কাজ বন্ধ করে দেওয়া হবে। তার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নাগরিক পরিসেবা যাতে সুষ্ট ভাবে দেওয়া যায় তার জন্য একাধিক উদ্যোগ গ্রহন করা হয়েছে।।
