নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ রক্তদান শিবির, প্রবীণ চিকিৎসকদের সংবর্ধনা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভার মধ্য দিয়ে শিলিগুড়িতে পয়লা জুলাই চিকিৎসক দিবসের দিনটি পালন করলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি শাখার সদস্যরা।
চিকিৎসক দিবসকে সামনে রেখে মূলত রবিবার থেকে চিকিৎসকদের অনুষ্ঠান শুরু হয়। সোমবার আই এম এর শিলিগুড়ি শাখার কার্যালয় হাকিম পাড়াতে রক্তদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এদিন চিকিৎসকরা সেখানে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস পালন করেন।
চিকিৎসক দিবসকে সামনে রেখে রবিবার শিলিগুড়িতে আই এম এর শিলিগুড়ি শাখার মূল অনুষ্ঠান হয়। সেখানে প্রথমে আলোচনা সভা হয়। সেই সভায় চিকিৎসকরা মাথা ব্যথা, পেট ব্যথা, হার্টফেল কেন হয় প্রভৃতি নিয়ে আলোচনা করেন। আই এম এর শিলিগুড়ি শাখা সম্পাদক ডাক্তার শেখর চক্রবর্তী ডায়াবেটিস নিয়ে আলোচনা করেন। পরে শহরের নয় জন প্রবীণ চিকিৎসক, যাদের বয়স সত্তর পেরিয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। প্রবীণ চিকিৎসকদের মধ্যে রয়েছেন ডাক্তার অধ্যাপক সমর দেব, অনিল চৌধুরী, টি কে কর, টি কে ঘোষ, কেসি মিত্র, তপন মিত্র প্রমূখ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাক্তার বি কে দেব অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে আই এম এর শিলিগুড়ি শাখার সম্পাদক ডাক্তার শেখর চক্রবর্তী প্রত্যেককে একটি করে ব্লাড প্রেসার মাপার যন্ত্র উপহার দেন। এরপর ডাক্তার ও তাদের সন্তানরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সোমবার আই এম এর শিলিগুড়ি শাখার কার্যালয় হাকিম পাড়াতে সকাল থেকে রক্তদান শিবির শুরু হয়। সেখানে ডাক্তার অপু অধিকারী সহ মোট ৫জন চিকিৎসক রক্ত দান করেন বলে সম্পাদক শেখর চক্রবর্তী জানিয়েছেন। সেখানে সংগঠন সভাপতি ডাক্তার অমল পোশাকের কন্যা এমবিবিএসের তৃতীয় বর্ষের ছাত্রী চন্দ্রানী বসাকও রক্তদান করেন।