বিশেষ ভাবে সক্ষমদের প্রতিভাকে এগিয়ে দিতে শুরু হলো বোধন

নিজস্ব প্রতিবেদন ঃ  পৃথিবীর ইতিহাসে দেখা গিয়েছে, কালজয়ী বহু দর্শন সভ্যতার সামনে পেশ করে যাওয়া অনেক প্রতিভাবান ব্যক্তি বিশেষ ভাবে সক্ষম গোত্রের মধ্যে পড়েন। বিশেষ ভাবে সক্ষম হয়েও তাঁরা কখনো যুদ্ধ থেকে সরে যাননি। আজকের সমাজেও অনেক প্রতিভা রয়েছে যাঁরা বিশেষ ভাবে সক্ষম।কেও সঙ্গীত,কেও নৃত্য, কেওবা কবিতায় পারদর্শী। প্রতিবন্ধকতা উপেক্ষা করে তাঁরা এমন সব সংস্কৃতির নমুনা মেলে ধরে যা সাধারণদের পক্ষে সম্ভব নয়।কিন্তু এরজন্য তাদের প্ল্যাটফর্ম দরকার। প্রতিভা থাকলেও তাঁরা সেভাবে তা মেলে ধরতে পারে না, তাঁরা বহু ক্ষেত্রে এখনো অবহেলার শিকার। আর এই সব বিশেষভাবে সক্ষমদের প্রতিভা বা সংস্কৃতি মেলে ধরতে বৃহস্পতিবার শিলিগুড়িতে যাত্রা শুরু করলো বোধন।বন্ধুর পথ পেরোবে বন্ধু-হাত ধরে, এই বিশেষ বার্তা নিয়ে যাত্রা শুরু করলো বোধন। এদিন সেই অনুষ্ঠান শুরুর দিনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিধাননগর ভীমভার দৃষ্টিহীন স্নেহাশ্রম বিদ্যালয়, শিলিগুড়ি উদয় সহ অন্য সংস্থার বিশেষ চাহিদাসম্পন্নরা কেও সঙ্গীত,কেও নৃত্য, কেওবা আবৃত্তি পরিবেশন করে।শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডীন ডাঃ সন্দীপ সেনগুপ্ত, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ পার্থপ্রতিম পান প্রমুখ সেখানে অতিথি হিসাবে উপস্থিত হয়ে বোধনের এই প্রয়াসকে সাধুবাদ জানান এবং উৎসাহিত করেন। তাঁরা সবসময় বোধনের এই অসামান্য প্রয়াসের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিশিষ্ট সঞ্চালিকা জুঁই ভট্টাচার্য।আর বোধনের সংগঠকদের মধ্যেও অন্যতম কান্ডারী হিসাবেও রয়েছেন জুঁই ভট্টাচার্য।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —–