
নিজস্ব প্রতিবেদন ঃ বিনামূল্যে এক রোগিনীর চোখে গুরুত্বপূর্ণ ছানি অপারেশন হলো।রোগিনীর বাড়ি উত্তর দিনাজপুরে।কিন্তু তাঁর চোখে কিষানগঞ্জে ছানি অপারেশনের পর কিছু ভয়ানক জটিলতা তৈরি হয়।অবিলম্বে তাঁর চোখে অস্ত্রোপচার জরুরি হয়ে পড়ে।সেই জরুরি অপারেশন না হলে রোগিনীর চোখ বিপজ্জনক জায়গায় পৌঁছে যেতো।কিন্তু কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি এসে অতিরিক্ত টাকা খরচ করে শিলিগুড়িতে সেই ছানি অপারেশন রোগিনীর পক্ষে কঠিন হয়ে পড়ে।কিন্তু রোগিনীর আর্থিক পরিস্থিতির কথা চিন্তা করে মানবিক ও সামাজিক কারনে শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইন্সটিটিউট বিনামূল্যে সেই রোগিনীর চোখে অপারেশন করে দিলো শুক্রবার। দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের চক্ষু চিকিৎসকরা আরও একবার মানবিক কাজের দৃষ্টান্ত তৈরি করলেন।বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সুপ্রতীক ব্যানার্জী জানিয়েছেন কিছু তথ্য।

মহিলার বাড়ি উত্তর দিনাজপুরে।তাঁর বয়স ৬০ বছর। কিষানগঞ্জে মহিলার চোখে ছানি অপারেশন করা হয়েছে। অস্ত্রোপচারের সময় একটি অস্ত্রোপচারের জটিলতা ছিল যার কারণে ইন্ট্রাওকুলার লেন্সটি ভিট্রিয়াস গহ্বরে স্থানচ্যুত হয়েছিল। এর জন্য একজন রেটিনা সার্জনের হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়ে। যে ইনস্টিটিউটে সার্জারি করা হয়েছিল সেখানে কোনো রেটিনা পরিষেবা ছিল না, তাই রোগিনীকে শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইনস্টিটিউটে রেফার করা হয়েছিল। শুক্রবার সেই রোগিনীর চোখে ভিট্রিও-রেটিনা সার্জারি করা হয়েছে ডাঃ সঙ্গীতা গোস্বামী এবং ডাঃ শ্যামল সাহার সম্মিলিত প্রচেষ্টায়। আইওএল সরানো হয়েছে এবং ভিট্রেক্টমি সার্জারি করা হয়েছে। সঠিক পোস্ট-অপারেশন পুনরুদ্ধারের পরে রোগীর আরেকটি অস্ত্রোপচার করা হবে যখন আইওএল ইমপ্লান্টেশন করা হবে। এর ফলে রোগিনী ভালো দৃষ্টি ফিরে পাবেন। রোগিনী এই অস্ত্রোপচার পদ্ধতির জন্য অর্থ প্রদান করতে না পারায় এটি সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে বলে হিমালয়ান আই ইন্সটিটিউট থেকে জানানো হয়েছে। হিমালয়ান আই ইন্সটিটিউটের এই মানবিক ভূমিকায় বেশ খুশি রোগিনীর পরিবার।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —