শনিবার রক্ত দেবেন চিকিৎসকরা,বিনামূল্যে রোগীও দেখবেন

নিজস্ব প্রতিবেদন ঃ  শনিবার পয়লা জুলাই চিকিৎসক দিবসের দিন শিলিগুড়িতে রক্ত দান করবেন চিকিৎসকরা। তার পাশাপাশি শনিবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত বিনামূল্যে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ গরিব মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবেন। বিনামূল্যে সব পরীক্ষানিরীক্ষাও হবে।শিলিগুড়ি বিধান রোডের একটি হোটেলে সেই অনুষ্ঠান হবে। চিকিৎসকদের সংগঠন আই এম এর শিলিগুড়ি শাখা সেই অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার আই এম এর শিলিগুড়ি শাখার সম্পাদক ডাঃ রাধেশ্যাম মাহাতো এসব খবর জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, চিকিৎসক দিবসের অঙ্গ হিসাবে রবিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত,শ্রুতি নাটকে অংশ নেবেন চিকিৎসকরা।সবসময় রোগী দেখার কাজে ব্যস্ত থাকলেও চিকিৎসকদের মধ্যেও রয়েছে সৃজনমূলক প্রতিভা। রবিবার চিকিৎসকরা সব সৃজনমূলক প্রতিভা মেলে ধরবেন। রবিবার সন্ধ্যা থেকে চিকিৎসকরা স্টেথো, ছুরি কাঁচির পরিবর্তে হারমোনিয়াম, কী বোর্ড ধরবেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —–