
নিজস্ব প্রতিবেদন ঃ মনে করো, তুমি একজন মেয়ে। টোটো বা অটোতে একাই চেপে বসেছো।হঠাৎ চলন্ত অবস্থায় দেখলে চালক তোমাকে তোমার গন্তব্যে না নিয়ে গিয়ে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। চালকের কোনো কুমতলব রয়েছে। সেই পরিস্থিতিতে তুমি কি করবে? অবশ্যই আত্মরক্ষার কৌশল রয়েছে। সেই কৌশল দেখতে বা জানতে হলে এই ভিডিওটি দেখতে হবে। শুধু চলন্ত অবস্থায় টোটো বা অটোতে বিপদে পড়লেই নয়,বিপদে পড়লে নিজেকে রক্ষা করার আরও অনেক উপায় রয়েছে। এই ভিডিওতে সেসব উপায়ও দেখতে পারবেন। শুক্রবার শিলিগুড়ি নীলনলিনী বিদ্যাৃমন্দিরে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার কৌশল নিয়ে এক অনুষ্ঠান হয়। ওই স্কুলের দ্বাদশ শ্রেনীর ছাত্রীরা সেই অনুষ্ঠানে যোগ দেয়। মেয়েরা কিভাবে নিজেদের রক্ষা করবে তারজন্য সেই অনুষ্ঠান বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ইউনাইটেড গ্রেটার ওই অনুষ্ঠানের আয়োজন করে। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ইউনাইটেড গ্রেটারের সভাপতি বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল বলেন, যাঁরা মার্শাল আর্টে প্রশিক্ষিত তারা সেখানে বিভিন্ন আত্মরক্ষার কৌশল শিখিয়ে দেয় মেয়েদের। আজকের দিনে মেয়েদেরকে এইসব আত্মরক্ষার কৌশল শিখে রাখা জরুরি।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-