নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ সম্প্রতি শিলিগুড়িতে দুপুরবেলায় পাঁচ টাকায় ডালভাতসব্জি খাওয়ানোর কর্মসূচি শুরু করেছে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটার।এই কর্মসূচি চলার মধ্যেই এবার রক্ত সঙ্কট মেটাতে উত্তরবঙ্গ জুড়ে ব্যাপকভাবে রক্তদান শিবির আয়োজনের কর্মসূচি নিলো লায়ন্স ক্লাব।উত্তরবঙ্গ জুড়ে লায়ন্স ক্লাবের ১০৮টি শাখা একাজে নেমেছে।শিলিগুড়িতে সোমবার থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। সামনেই স্বাধীনতা দিবস,তার সঙ্গে চলছে শ্রাবন মাস। ফলে এই মহত কাজ সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত চলবে বলে লায়ন সুরেশ সিনহল জানিয়েছেন ।তিনি আরও জানিয়েছেন,এই এক মাসে তারা ৩১০০ ইউনিট রক্ত সংগ্রহ করে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে জমা দেবেন।ইতিমধ্যে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাই শক্তি একটি শিবির করে ২৫০ ইউনিট রক্ত সংগ্রহ করেছে। মালদার লায়ন্স হারমোনি ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করেছে। শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির সম্পাদক সনত ভৌমিক লায়ন্স ক্লাবের এই মহতি প্রয়াসকে সাধুবাদ দিয়েছেন। লায়ন সুরেশ সিনহল বলেছেন, বহু আর্ত মানুষ রক্তের অভাবে মারা যান।তাই এই রক্তদান শিবিরের উদ্যোগ। কিছুদিন যাবত রক্তদান শিবির কম হওয়াতে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কট দেখা দিয়েছে।পাহাড় সমতল সর্বত্র তাই ব্যাপক রক্ত দান শিবির আয়োজনের প্রয়াস শুরু হয়েছে। মানুষ যদি মানুষের প্রয়োজনে মানবিক মুখ নিয়ে এগিয়ে না আসে তবে আমরা কিসের মানুষ?