
নিজস্ব প্রতিবেদনঃরবিবার পয়লা আগস্ট আশ্বাস সংস্হার পক্ষ থেকে কোচবিহারের পুণ্ডিবাড়ী জ্ঞানদীপ প্রতিবন্ধী ট্রেনিং সেন্টারে পাতলাখাওয়া অঞ্চলের দুঃস্হ এবং বিশেষ চাহিদাসম্পন্ন দুটো পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৩৫ কেজি চাল, আড়াই কেজি ডাল সরষের তেল ,চিনি, নুন, সয়াবীণ, আলু , পেঁয়াজ, ডিম,বিস্কুটের প্যাকেট, চিঁড়ে মুড়ি ,গুড় ইত্যাদি খাদ্যসামগ্রী। তার সঙ্গে প্রদান করা হয়েছে সার্ফ ও সাবান। করোনার পরিস্থিতিতে ওইসব মানুষের মধ্যে অনেকেই সমস্যায়।তাই তাদের কথা চিন্তা করে আশ্বাসের ওই মানবিক প্রয়াস।
