
নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার শিলিগুড়ি সেভক রোড লাগোয়া পরেশ নগরের গৃহবধূ নবীনা সরকারের জন্মদিন ছিলো। আর এই জন্মদিন অনুষ্ঠান স্মরনীয় করে রাখতে নবীনাদেবী দুঃস্থদের মধ্যে টিকাকরনের ব্যতিক্রমী উদ্যোগ নেন। বহু গৃহ পরিচারিকা এখনো টিকা নিতে পারেননি।সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ লাইন দিয়েও তাঁরা অনেকেই টিকা পাননি।আবার তাদের পক্ষে টাকা দিয়েও টিকা নেওয়া সম্ভব হচ্ছে না।এই অবস্থায় আমার তাঁরা প্রতিষ্ঠানের কর্নধার নবীনাদেবী পরিচারিকাদের টিকা প্রদানের উদ্যোগ নেন। নিজের পয়সা খরচ করে তিনি বেশ কিছু টিকা কিনে আনেন আর বিনামূল্যে গৃহ পরিচারিকাদের মধ্যে তা প্রদানের ব্যবস্থা করেন। ব্যতিক্রমী এই মহতি অনুষ্ঠানটি হয় শিলিগুড়ি আশ্রমপাড়ার বঙ্গ ভবনে।শিলিগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড কমিটি এই টিকা প্রদান অনুষ্ঠানের কাজে সহযোগিতা করে। নবীনাদেবী এর আগেও এরকম বেশ কিছু ব্যতিক্রমী সামাজিক কাজ করেছেন।
কিন্তু কেন এরকম সামাজিক কাজ প্রশ্ন করলে তিনি বলেন, ” সামাজিক ও মানবিক কাজ করতে আমার ভালো লাগে।আর আমার বাবা নারায়ন চন্দ্র সরকার ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন । ছোট থেকেই বাবাকে দেখেছি দেশ সেবা ও মানুষের সেবা করতে।সেই ভাবনা থেকে আমিও কাজে নেমেছি।”
