নাগরাকাটা ব্লকের চা বাগানে মেয়েদের স্বাস্থ্য সচেতনতা

নিজস্ব প্রতিবেদন ঃ রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সোনালি সামন্তের সহযোগিতায় রবিবার ডুয়ার্সের গ্রাসমোড় চা বাগান এলাকায় চা বাগানের কিশোরীদের জন বয়ঃসন্ধিকালীন বিষয়ক এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিলিগুড়ির সমাজসেবী সুকান্ত বসু সেই শিবিরের উদ্যোগ নেন।সেখানে সুকান্তবাবুর উদ্যোগেই বিলি করা হয় স্যানিটারি ন্যাপকিন। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী সোনালি সামন্ত জানিয়েছেন, নাগরাকাটা ব্লকের পি টি বস্তি বিএস কোম্পানি অঞ্চলে আয়োজিত সেই অনুষ্ঠানে আড়াইশোর বেশি মেয়ের হাতে ন্যাপকিন বিলি করা হয়েছে। তাদের মধ্যে সেই সময় স্বাস্থ্য সচেতনতা এবং পরিস্কার পরিচ্ছন্নতার ওপর আলোচনা হয়।