
নিজস্ব প্রতিবেদন ঃ আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া এলাকায় রবিবার শিবির করে বনবস্তি বাসিন্দাদের জয় বন্ধু ও জয় জোহার প্রকল্পের আবেদন পত্র পূরণ করানো শুরু করলেন কালচিনির বিডিও প্রশান্ত । রাজ্য সরকারের জয় বন্ধু ও জয় জোহার প্রকল্পের অধীনে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের ৬০ বর্ষীয় উর্ধ্বের মানুষদের ভাতা প্রদান করা হয় । প্রত্যন্ত বনবস্তি এলাকার অনেক বাসিন্দা রাজ্য সরকারের এই প্রকল্প সম্পর্কে অবগত নয়। এই কারণে রাজাভাতখাওয়া গ্ৰাম পঞ্চায়েতের প্রত্যন্ত বনবস্তি এলাকায় শিবির করে আবেদন পত্র পূরণের কাজ শুরু করল কালচিনি ব্লক প্রশাসন ।
কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ জানান বনবস্তি এলাকায় শিবির করে জনগণকে সরকারি প্রকল্প সম্পর্কে সচেতন করানো হচ্ছে এবং যাদের বয়স ৬০ উর্ধ্বে তাদের আবেদন পত্র পূরণ করানো হচ্ছে।
