
- নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি হাকিমপাড়ায় বান্ধব সংঘ ক্লাবের ৭৫তম দুর্গা পুজোর খুঁটি পুজো সম্পন্ন হল রবিবার। শিলিগুড়িতে বিভিন্ন দুর্গা পুজোর মধ্যে অন্যতম একটি হল বান্ধব সংঘের দুর্গা পুজো। এবারে ৭৫ তম বর্ষে বান্ধব সংঘের পুজো মণ্ডপের ভাবনা হল *বিধ্বস্ত পৃথিবী*। রবিবার খুঁটি পূজোয় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার ৩নম্বর বোরো কমিটির চেয়ারম্যান মিলি শীল সিনহা। বান্ধব সংঘ ক্লাবের সম্পাদক চিন্ময় সাহা জানান, করোনার জেরে বিগত দু-বছর গোটা পৃথিবী এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, কেও নিজের প্রিয়জনকে হারিয়েছেন, কেও বা আর্থিক দিক থেকে ভেঙ্গে পড়েছে, সেই ভয়ঙ্কর পরিস্থিতি তৃতীয় বিশ্ব যুদ্ধের আকার নিয়েছিল। সেই বিষয়টি মাথায় রেখেই এবং মানুষের কাছে সেই পরিস্থিতিকে তুলে ধরতেই এবারের পুজোর থিম *বিধ্বস্ত পৃথিবী।