
নিজস্ব প্রতিবেদন ঃ অনুষ্ঠিত হলো রিডিং ফেস্টিবল বা পড়ার উৎসব।সবাই বলবেন,সে আবার কি? পড়াশোনার জন্য আবার উৎসব করতে হয় নাকি? হ্যাঁ,বইকি,তেমনটাই হলো। প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের শিশুদেরকে বই পড়ার অভ্যাসের জন্য রাজ্য সরকারের সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলিতে সোমবার অনুষ্ঠিত হলো রিডিং ফেস্টিভাল। এই উৎসব বা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পড়ার প্রতি আরো কিভাবে আকৃষ্ট হতে পারে সে বিষয়ে নজর রাখা হয়। বিশেষত করোনার পর থেকে শিশুরা বেশি করে মোবাইলের প্রতি আকৃষ্ট হয়েছে। সেই কারনে শিশুরা যাতে মোবাইলেই পুরোপুরি আসক্ত না হয়ে পড়ে তারজন্য তাদেরকে বইয়ের প্রতি আকৃষ্ট করতে সোমবার বিভিন্ন বিদ্যালয়ে রিডিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন শিলিগুড়ি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী পাল। সোমবার শিলিগুড়ি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের উদয়ন কলোনির প্রাথমিক বিদ্যালয় পালিত হয় রিডিং ফেস্টিভাল ২০২৩। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী পাল, বিশিষ্ট সমাজসেবী বাবলু পালসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকারা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-
