স্বামী অখিলাত্মাপ্রিয়দাস,সভাপতি,শিলিগুড়ি ইসকনঃ সকলকে শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীকে সামনে রেখে অনেকে রবিবারই অনুষ্ঠান করছেন। তবে আমাদের ইসকনে সোমবারই অনুষ্ঠান হবে। যদিও রবিবার শিলিগুড়ি ইসকনে শিশুদের নিয়ে ছবি অাকার প্রতিযোগিতা হবে।বাকি অনুষ্ঠান আছে সোমবার।ভগবতগীতার ওপর আবৃত্তি, ভজন, নাটক,ফ্যান্সিড্রেস প্রতিযোগিতা হবে। শ্রীকৃষ্ণ বিষয়ক নৃত্যও হবে। নাটক হবে শ্রীকৃষ্ণ জন্ম লীলার ওপর। তারপর পুরস্কার বিতরন আছে।সোমবার রাত দশটা থেকে সাড়ে এগারটা পর্যন্ত অভিষেক অনুষ্ঠান হবে।সঙ্গে আরতি রয়েছে। যখনই এই পৃথিবীতে অধর্ম বেড়েছে এবং অসুরদের অত্যাচারে সাধুদের কষ্ট বেড়েছে তখনই ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। এই কলি যুগেও তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর রুপে অবতীর্ণ হয়েছেন।কলিতে সবই দুষ্ট। এই দুষ্টের যুগে ভগবানকে সংহার করতে হলে সবাইকে সংহার করতে হয়।তাই ভগবান শ্রীচৈতন্যের মাধ্যমে প্রেম বিলিয়ে দিতে অবতীর্ণ হন। প্রেম বলতে শ্রীকৃষ্ণ প্রেম। কৃষ্ণনাম ছাড়া মুক্তি নেই এই কলিতে। কৃষ্ণ নামের সঙ্গে শুদ্ধ আচার, সৎ ভাব তৈরি না করলে মানুষ তার দুঃখ থেকে উদ্ধার পাবে না। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে তাই চলুন আমার প্রার্থনা করি,হে কৃষ্ণ আমাদের শুদ্ধ ভাব,সৎ ভক্তি দিয়ে উদ্ধার করো। হরে কৃষ্ণ।