
নিজস্ব প্রতিবেদন ঃ রাখি বন্ধনের পবিত্র দিনে সকলকে রাখি পড়ানোর সময় প্রকৃতিকে রক্ষা বা নদী রক্ষার বন্ধন জোরদার করার বার্তা দেওয়া হল। বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ি মহানন্দা নদীর ধারে মহানন্দা বাঁচাও কমিটি এবং নমামি গঙ্গের সহযোগিতায় সেই রাখি বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। পথ চলতি মানুষদের রাখি পড়িয়ে মহানন্দা নদী সেইসঙ্গে প্রকৃতি ও পরিবেশ রক্ষার বন্ধন জোরদার করবার আবেদন জানানো হয় সকলের মধ্যে। শিলিগুড়িতে মহানন্দা বাঁচাও কমিটি নমামী গঙ্গের সহযোগিতায় বেশ কিছুদিন ধরে মহানন্দা পুজো বা মহানন্দা আরতির আয়োজন করছে। প্রতি পূর্ণিমার সন্ধ্যায় সেই মহানন্দা আরতি অনুষ্ঠিত হচ্ছে। সেই দিকে তাকিয়ে বৃহস্পতিবার রাখি পূর্ণিমার কথা মনে রেখে মহানন্দা আরতির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহানন্দা বাঁচাও কমিটির বিশিষ্ট পরিবেশবিদ ও সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা, বিশিষ্ট লেখক ও পরিবেশপ্রেমী নিধুভূষণ দাস, বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শঙ্খ সেন,সমাজসেবী বাপি পাল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। চিকিৎসক ডাক্তার শঙ্খ সেন জানিয়েছেন, নদী যত দূষণমুক্ত থাকবে, ততই মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। মহানন্দা পুজো বা মহানন্দা আরতির মাধ্যমে মহানন্দার প্রতি সকলের শ্রদ্ধা ভালোবাসা বৃদ্ধির কর্মসূচি ধারাবাহিকভাবে হয়ে আসছে। এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে ডাক্তার শঙ্খ সেন বলেন, কেউ নদীতে কোন নোংরা ফেলবেন না, নদী যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই মানুষ ভালো থাকবে। রাখি বন্ধনের এই পবিত্র সময়ে নদীর সঙ্গে মানুষের বন্ধন জোরদার হোক, বিশিষ্ট লেখক ও পরিবেশবিদ নিধুভূষণ দাস বলেন, নদীসহ সমগ্র প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধন জোরদার করার বার্তাই হল এই রাখি পূর্ণিমার মূল বার্তা। তাদের সুরে সুর মিলিয়ে বিশিষ্ট পরিবেশবিদ ও সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা বলেন, মহানন্দা সহ সমগ্র নদীকে আমাদের ভালবাসতে হবে। সেইজন্যই প্রতি পূর্ণিমায় তাদের এই মহানন্দা পুজো বা মহানন্দা আরতি। তাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। এদিন পথ চলতি মানুষদের মধ্যে মহানন্দা বাঁচাও কমিটির সদস্যরা রাখি পড়ালে বহু সাধারণ মানুষও মহানন্দা আরতিতে সামিল হয়ে মহানন্দাকে প্রণাম করতে থাকেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—
