পুলিশ থেকে ডাক্তার নার্স, রোগী সকলকে রাখি পড়ানোর ধারাবাহিক কর্মসূচিতে আনন্দধারা

নিজস্ব প্রতিবেদন ঃ বিগত তিন দিন ধরে রাখি বন্ধন উৎসব পালন করে চলেছেন শিলিগুড়ি হাকিমপাড়ার আনন্দধারা সঙ্গীত একাডেমির কর্নধার তথা সঙ্গীত শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায়। শিলিগুড়ির পুলিশ কমিশনার থেকে শুরু করে ডুয়ার্সের প্রত্যন্ত এলাকার স্কুল সহ পথচারী, রিকশা চালক, ঠেলা চালক সকলকে রাখি পড়াচ্ছেন অনিন্দিতাদেবী এবং তাঁর আনন্দধারার শিক্ষার্থীরা।রাখি পড়াতে পড়াতে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন অনিন্দিতাদেবী।কিন্তু এরপরও রাখি পড়াতে তাঁর ক্লান্তি নেই। বৃহস্পতিবার তিনি হাসপাতালের রোগীদের আরোগ্য কামনা করে তাদের রাখি পড়াবেন।রাখি পড়াবেন ডাক্তার নার্সদেরও। মানুষে মানুষে প্রেমের বন্ধন দৃঢ় করার ভাবনা থেকেই এই বিশেষ রাখি বন্ধন কর্মসূচি বলে অনিন্দিতাদেবী জানিয়েছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—