বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত দক্ষিন দিনাজপুর জেলার বিস্তীর্ণ অঞ্চল

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুর, ১ অক্টোবরঃ নদীর বাঁধ ভেঙ্গে নতুন করে প্লাবিত দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। দক্ষিণ দিনাজপুর জেলার আত্রেয়ী, পুনর্ভবা, টাঙ্গন নদীর জল কমতে শুরু করলেও, মালদা জেলার অন্তর্গত টাঙ্গন নদীর বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে বংশীহারীর হিয়ালদহ, বাগদুয়ার, রাখাল পুর, পেত্নী দহ সহ গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। জানা গিয়েছে, ওই এলাকার পার্শ্ববর্তী মালদা জেলার গাজোলের কদুবাড়ি এলাকায় টাঙ্গন নদীর বাঁধ ভেঙে যাওয়ায়, বুধবার রাত থেকে জল ঢুকতে শুরু করে দক্ষিণ দিনাজপুরের গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েত-এর বিস্তীর্ণ এলাকায়।

বৃহস্পতিবার প্লাবিত অঞ্চলগুলি পরিদর্শনে যান বংশীহারীর বিডিও সুদেষ্ণা পাল, গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল ও বংশীহারী পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা। আদিবাসী অধ্যুষিত ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে। জলবন্দী মানুষদের জন্য প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিডিও সুদেষ্ণা পাল।