আবারও বস্ত্র বিতরন শুরু করলেন সাজু তালুকদার

নিজস্ব প্রতিবেদনঃ করোনা লকডাউনের জেরে টানা কয়েকমাস চা বাগানের হতদরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরন বন্ধ রেখেছিলেন ডুয়ার্সের বীরপাড়া নিবাসী সমাজসেবী সাজু তালুকদার। রবিবার থেকে করোনা সচেতনতা মেনে সাজুবাবু আবার বস্ত্র বিতরন শুরু করেছেন।

বীরপাড়া ও তার আশপাশে সমাজসেবার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নাম সাজু তালুকদার। তিনি বেশ কয়েকবছর আগেই তৈরি করেছেন বস্ত্র ব্যাঙ্ক। বন্ধ চা বাগান থেকে শুরু করে অন্য গরিব মানুষদের মধ্যে তিনি নিয়মিত বস্ত্র বিতরন করে আসছেন। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা সাজুবাবুর বস্ত্র ব্যাঙ্কে বস্ত্র দান করে আসছেন। কিন্তু মার্চ মাসে করোনা লকডাউনের পর সেই বস্ত্র বিতরন বন্ধ হয়ে যায়।

কিন্তু ইদানীং সাজুবাবুর কাছে চা বাগানের গরিব আদিবাসীরা রাস্তাঘাটে বস্ত্র দাবি করে আসছিলেন। সামনে শীত। অনেকের শীত বস্ত্র প্রয়োজন। তাই তাদের কথা চিন্তা করে রবিবার থেকে সাজুবাবু আবার বস্ত্র বিতরন শুরু করলেন। এদিন তিনি হেভেন শেল্টার হোমের সামনে থেকে বস্ত্র বিতরন শুরু করেন। সাজুবাবু বলেছেন। করোনা সচেতনতা মেনেই এখন থেকে আবার বস্ত্র বিতরন হবে। কেননা বস্ত্রের অভাবে অনেক গরিব মানুষ সমস্যায় রয়েছেন।