
নিজস্ব প্রতিবেদনঃনিউজপেপার দিয়ে ১৪ইঞ্চির দুর্গা প্রতিমা বানিয়ে India Book of records এ নিজের নাম তুলতে সক্ষম হলো জলপাইগুড়ির স্কুল ছাত্র অনির্বান মুন্সী।পঞ্চম শ্রেনীতে পড়ে অনির্বান। India Book of records এর তরফ থেকে মঙ্গলবার এই সুসংবাদ জানানো হয় তাকে ও তার পরিবারকে।সঙ্গে স্বীকৃতিস্বরূপ একটি golden medel, certificate, badge, India book of records 2020 ও একটি মূল্যবান পেন পাঠিয়েছে তাঁর কাছে।

খবরের ঘন্টার ফেসবুক পেজে এর আগে বেশ কয়েকবার অনির্বানের সৃজন, শিল্প নিয়ে লাইভ অনুষ্ঠান হয়েছে। অনির্বান অবসর সময় সঙ্গীত চর্চা করতে ভালোবাসে। আবার অনির্বান ভালো ছবিও আঁকতে পারে।