
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি হাসপাতাল মোড় থেকে কোর্ট মোড় পর্যন্ত স্থানে রাস্তার ধারে চলছিল বেআইনি পার্কিং। যে যেখানে পারছিল বাইক দাঁড় করিয়ে রাখছিলো।এতে সেখানে যানজট বাড়ছিল। এবার এই পরিস্থিতির বিরুদ্ধে কড়া মনোভাব নিয়ে কাজে নামলো শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এর পানি ট্যাংকি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হসপিটাল মোড় থেকে কোর্ট মোড় পর্যন্ত সাধারন মানুষকে যানজটের হাত থেকে রেহাই দিতে বুধবার থেকে ওই কড়া পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে। রাস্তার দু’পাশে নো পার্কিং বোর্ড বসানো হয়েছে। তার সঙ্গে রাস্তার দুধারে সাদা বর্ডার লাইন করে দেওয়া হয়েছে।এর বাইরে বেআইনিভাবে গাড়ি পার্কিং করলে ট্রাফিক পুলিশ সঙ্গে সঙ্গে জরিমানা গ্রহণের পর করে কড়া পদক্ষেপ নিচ্ছে।বুধবার ট্রাফিক দপ্তর এরকমই বেশ কিছু বেআইনিভাবে পার্কিং করে রাখা গাড়ির বিরুদ্ধে জরিমানা করে চালান কেটেছে। এদিন সেখানে বেআইনি বেশকিছু টোটোও আটক করে ট্রাফিক পুলিশ। এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানানো হয়েছে ট্রাফিক পুলিশের তরফে।
