
নিজস্ব প্রতিবেদন ঃ স্কুলে ছাত্রীদের হাতে স্মার্ট মোবাইল ফোন দেখলেই তা ভেঙে দিচ্ছেন শিলিগুড়ি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচি।একসময় এই স্কুলেই তিনি পড়তেন,আজ তিনি এই ঐতিহ্যমন্ডিত এই স্কুলের প্রধান শিক্ষিকা। পড়াশোনা বা পাঠ্য পুস্তক ভুলে ছাত্রীরা যেভাবে স্মর্ট মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে তাতে খুবই উদ্বিগ্ন এবং চিন্তিত প্রধান শিক্ষিকা।এমনকি স্কুল ছুটির পর স্কুলের ইউনিফর্ম পড়া ছাত্রীরা স্কুলের বাইরে যেভাবে রেস্তোরাঁতে আড্ডা দিচ্ছে তাতেও বিরক্ত অত্যুহাদেবী। গোপনে খবর পেয়ে তিনি রেস্তোরাঁতেও হানা দিয়ে মোবাইল ফোন সমেত ছাত্রীদের আটক করেছেন।স্কুলে কোনো ছাত্রী স্মার্ট মোবাইল ফোন নিয়ে প্রবেশ করলে কড়া পদক্ষেপ নিতে তিনি পিছুপা হবেন না বলে সব অভিভাবককে জানিয়ে দিয়েছেন। মোবাইলের অপব্যবহার রুখতে তিনি তাঁর এই কড়া মনোভাব ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন বলেও প্রধান শিক্ষিকা জানিয়েছেন। স্কুলের উন্নতিতে তিনি আরও কিন্তু পদক্ষেপ নিতে চলেছেন, সবই জানালেন খবরের ঘন্টাকে।
