
নিজস্ব প্রতিবেদন ঃ একদল মানুষ সমাজে পশুর মতো, একদল মানুষ সমাজে গাধার মতো, আর একদল মানুষ সমাজে সংবেদনশীল মন নিয়ে কাজ করেন। সংবেদনশীল এইসব ভালো মানুষেরা বহু সময় স্বীকৃতি না পেলেও তাঁরা নীরবে সমাজের জন্য কাজ করে যান। অন্তত শনিবার জলপাইগুড়ির পাতকাটায় এক অসুস্থ দুঃস্থ মহিলার সেবায় এগিয়ে এসে সংবেদনশীলতার পরিচয় দিলেন প্রগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ারের সদস্যরা।

মানুষ মানুষেরই জন্য,আরও একবার প্রমাণিত হল। শনিবার জলপাইগুড়ি পাহারপুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনির বাসিন্দা আরতি চক্রবর্তী বাড়ির উঠানে পরে গিয়ে কোমরে ব্যথা পান। কোমরের ব্যথার জন্য ভালো করে বসতে পারছিলেন না তিনি। হাসপাতালে ডাক্তার দেখানোর পর কোমরে বেল্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয় কিন্তু টাকার অভাবে কিনতে পারেননি। খবর যায় প্রগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাজেশনে। তাদের পক্ষ থেকে তাকে কোমরের বেল্ট কিনে দিয়ে শীতের জন্য কম্বল ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষে মিষ্টিমুখ করানো হয়।