সরকারি মূল্যে মধু বিক্রি শুরু জলপাইগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ উদ্যান ও কানন বিভাগের জলপাইগুড়ির তিস্তা উদ্যানে রাজ্য বন উন্নয়ন নিগম থেকে সরকারি মূল্যে মধু বিক্রি শুরু হল শনিবার থেকে।সরকারি উদ্যোগে মধু কেনার জন্য হয়রানির শিকার হতে হচ্ছিল ক্রেতাদের। এই সমস্যা মেটাতেই উদ্যান ও কাননের পার্ক থেকে ২৫০ ও ৫০০ গ্রামের ওজনের সুন্দরবন থেকে সংগৃহীত মধু বিক্রি করার কাজ শুরু হল।খুব শীঘ্রই এই তিস্তা উদ্যান ও কোচবিহারের এন এন পার্কেও মাছ ধরার পরিসেবা চালু করা হবে বলে উদ্যান ও কানন বিভাগের ডি এফ ও অঞ্জন গুহ জানান।