
নিজস্ব প্রতিবেদনঃ একটি ঐতিহ্যপূর্ন এবং গুরুত্বপূর্ণ শহর হলো জলপাইগুড়ি।জলপাইগুড়ি জেলারও বিশেষ ঐতিহ্য রয়েছে। এই জেলা পা দিলো১৫৪ বছরে। এই উপলক্ষে বর্ষবরনের রাতে ১৫৪ পাউন্ড ওজনের বিরাট কেক কেটে বার্থডে সেলিব্রেশন পালন করলো জলপাইগুড়ি জেলার বনিক মহল।*
নর্থ বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানে আয়োজন করেছিল আন্তর্জাতিক শিল্প ও বানিজ্য মেলা। তাতে অংশ নেয় ভূটান,বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যাবসায়ী প্রতিষ্ঠান। সেই মেলারই শেষ দিনে কেক কেটে বার্থডে সেলিব্রেশন হয়।
