চা বাগানের শিশুদের নিয়ে বর্ষ বরন

নিজস্ব প্রতিবেদন ঃশিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ির সংকল্প সংস্থা রবিবার বর্ষবরণে মেতে ওঠে চা বাগানের শিশুদের নিয়ে ।সংস্থার সদস্যরা আজামাবাদ চাবাগান এলাকায় গিয়ে শিশুদের নিয়ে নাচ, গানে মেতে ওঠেন।
সংস্থার পক্ষ থেকে সুকনো খাবার,ফল,মিষ্টি এবং শীত বস্ত্র নিয়ে উপস্থিত হন তাঁরা। সংস্থার তরফে সমাজসেবী টুম্পা সরকার ওই খবর জানিয়েছেন।