
নিজস্ব প্রতিবেদন ঃ ইংরেজি বছর শুরুর দিনে শিলিগুড়ি হায়দরপাড়ায় সমাজসেবী বাপি ঘোষ দুঃস্থদের মধ্যে কম্বল বিতরন করলেন। তার সঙ্গে তিনি তাঁর কর্মীদের মধ্যে জ্যাকেট বিলি করেন। প্রয়াত মা এর মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এই মানবিক কাজের প্রয়াস নেন বাপি ঘোষ। শিলিগুড়ি হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক বাপি ঘোষ। অনুষ্ঠানে বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব রায় মুহুরি, চেয়ারম্যান জগন্নাথ কেশরী, হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নির্মল কুমার পাল, প্রহ্লাদ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। মা এর মৃত্যু বার্ষিকীতে এইধরনের দানধ্যানের আয়োজন করায় উপস্থিত সকলেই বাপি ঘোষের তারিফ করেন। অনুষ্ঠানে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়।
