
নিজস্ব প্রতিবেদন ঃ শনিবার শিলিগুড়ি প্রধাননগরের
নেতাজী স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে নতুন বছরকে স্বাগত জানাতে রেড্ডি স্মৃতি ট্রাস্ট ও ঐকতান সঙ্গীত একাডেমির যথাক্রমে অর্চনা মিত্র ও তপন রায়ের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কথায় গানে কবিতায় ছন্দে সুরে নৃত্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় নানা বয়সের বহু অংশগ্রহণ কারীর স্বতঃস্ফূর্ত যোগদানে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উত্তরবঙ্গের
প্রয়াত বিশিষ্ট লোক সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন
আহমেদের পৌত্র সাত্তারউদ্দিন আহমেদের প্রাণ কাড়া গান যা সভার গরিমা অন্য মাত্রায় নিয়ে যায়।আগামী বছর যাতে সবার ভালো কাটে সেই প্রার্থনা করেন সকলে।পুরানো নতুন মিলিয়ে বেশ কয়েকটি বাংলা ও হিন্দি গান পরিবেশিত হয় বিভিন্ন শিল্পীর মাধ্যমে । আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষা ডাঃসঙ্গীতা ভট্টাচার্য, আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার যথাক্রমে সম্পাদক ও সহ-সম্পাদক সজল কুমার গুহ ও অনিল সাহা,ইসলামপুরের শিক্ষক লেখক ও সংগঠক সর্বাশীষপাল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন পারমিতা দাশগুপ্ত। এককথায় বর্ষ শেষের
অনুষ্ঠানে ছিল অনবদ্য যার কৃতিত্ব অর্চনা মিত্র, তপন রায়,এ্যরিয়ান সরকার ও আরও অনেকের।
