চা বাগানে কম্বল ও শিশুদের মধ্যে স্কুল পোশাক বিতরন

নিজস্ব প্রতিবেদন ঃ ডুয়ার্সের নাগরাকাটা এলাকায় কর্মরত প্রতিভাময়ী নারী ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নার্স সোনালি সামন্তের আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা এন্ড স্মাইল সোশাল ওয়েলফেয়ার সোসাইটি নাগড়াকাটা ব্লকের গ্রাস মোড় চা বাগানে ৩০টি কম্বল বিলি করলো।এরই সঙ্গে ছোট্ট স্কুল শিশুদের জন্য স্কুল পোশাক বিলি হয় । বয়স্কদের হাতেও কিছু পোশাক তুলে দেওয়া হয়।আর অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে শিলিগুড়ি এন্ড স্মাইল পরিবারের এই প্রয়াসে কম্বল ও জামাকাপড় তুলে দিয়েছেন শিলিগুড়ি পানিট্যাংকি পুলিশ ফাঁড়ির ওসি পাপ্পু সিং। তাছাড়া সুনন্দা চক্রবর্তী ও সৌরদীপ্ত চক্রবর্তী সহ শিলিগুড়ির বিভিন্ন মানুষ এই মানবিক কাজে এন্ড স্মাইলের পাশে দাঁড়ায়। এন্ড স্মাইলের সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন, সকলের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে শিলিগুড়ি এন্ড স্মাইল পরিবার অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারছে । এন্ড স্মাইলের অফিস শিলিগুড়ি রাজা রামমোহন রায় রোড, দেব গীতা অপারমেন্ট, সংহতি মোড় এলাকায়। যোগাযোগ নম্বর 7908846581