
নিজস্ব প্রতিবেদনঃবাঁধাকপি চাষ করে দাম না মেলায় ক্ষেতে ছাগল বেধে তাকেই কপি খাওয়াচ্ছেন কৃষকেরা। মানুষের নয়, বাঁধাকপি এখন গরু ছাগলের খাদ্যে পরিনত হয়েছে।

দুশো থেকে তিনশো টাকা ভ্যান ভাড়া দিয়ে হাটে বা বাজারে বাঁধাকপি নিয়ে গেলে মিলছে না দাম। উঠছে না ভ্যান ভাড়া। ফলে একপ্রকার বাধ্য হয়ে অসহায় কৃষকেরা ক্ষেতে গরু বা ছাগল বেধে তাকেই খাওয়াচ্ছেন কপি। এমন ছবি দেখা গেলো জলপাইগুড়ি তিস্তা নদীর পারে। তিস্তা নদীর পার জুড়ে বরাবর বিভিন্ন ধরনের সবজি চাষ হয়ে থাকে। যারমধ্যে শীতকালিন সবজি হিসেবে অনেকেই বাঁধাকপি চাষ করে থাকেন। কিন্তু এবার বাঁধাকপির দাম তলানিতে ঠেকেছে। এবার এক থেকে দেড় কিলো সাইজের কপি পাইকারি বাজারে দু টাকা পিস হিসেবেও দাম পাচ্ছেনা কৃষকেরা বলে অভিযোগ। তাই একপ্রকার বাধ্য হয়ে কপি ক্ষেতে ছাগল, গরু বেধে তাদের কপি খাইয়ে দিতে দেখা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা বাপ্পা মাঝি নামে এক যুবক বলেন এর তার থেকে ঋন ধার করে ৪০ হাজার টাকা খরচ করে এবার প্রথম কপি চাষ করেছিলাম। কিন্তু এখন দড় না মেলায় আমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়েছে। আমার পুরো ৪০ হাজার টাকাই লস হয়ে গেলো। কিভাবে লোকের টাকা ফেরত দেব তা ভেবে আমার রাতের ঘুম হচ্ছেনা বলে জানান তিনি। শুধু বাপ্পা মাঝিই নয় তিস্তা পারে কয়েকশ কৃষকদের এখন একই অবস্থা।এ প্রসঙ্গে জলপাইগুড়ি ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার অসীম চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে জানান সবজি চাষের ক্ষেত্রে খুব দুঃখজনক ঘটনা। পাশাপাশি তিনি বলেন জেলাতে কিছু সবজি স্টোর করার চিন্তাভাবনা রয়েছে।