৮ মার্চ নারী দিবসের ভাবনা — বহু মহিলা এই নেট যুগে পাচারের খপ্পরে পড়ছে

নিজস্ব প্রতিবেদন ঃ আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বর্তমান সময়ে আর-ও বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নারী দিবস পালন এক সময় ভারতবর্ষের মহিলাদের ঘরের মধ্যে বন্দি জীবন কাটাতে হোত।সূর্যের আলো দেখা তাদের নিষেধ ছিলো। একটা সময় স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে স্বামীর সঙ্গে সহমরনে যেতে হোত যা সতীদাহ প্রথা বলে প্রচলিত ছিলো।মেয়েদের একসময় শিক্ষার অধিকার ছিলো না। বাল্য বিবাহ নামক কুপ্রথা সমাজে প্রচলিত ছিলো। বিধবাদের বিবাহ করার কোনো অধিকার ছিলো না।রাজা রামমোহন রায়, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মতো মহান সমাজ সংস্কারকদের অক্লান্ত প্রচেষ্টায় সতীদাহ প্রথা বন্ধ হয়।মেয়েদের শিক্ষার জন্য প্রয়াস শুরু হয়। আজ নারী সমাজ ব্যাপক উন্নতি করেছে। কিন্তু এরমধ্যেও নেট যুগে পাচারকারীদের ফাঁদে পা দিয়ে বহু মেয়ে পাচার হয়ে যাচ্ছে। সংবিধানে মেয়েদের জন্য অনেক আইন থাকলেও বহু মহিলা সেসব আইন সম্পর্কে সচেতন নন। নারী দিবস নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এসব প্রসঙ্গেই বক্তব্য জানালেন বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী জ্যোৎস্না আগরওয়ালা।