জনমজুরের মহানুভবতা, রক্তদান করে বাচালেন মুমূর্ষু রোগিনীকে

নিজস্ব প্রতিবেদন ঃ কে কত বড় মানুষ তা বোঝা যায় তার কর্মের মাধ্যমে। কেও যদি হাজার ডিগ্রী অর্জন করে বা কেও যদি উচ্চ পদে আসীন থাকেন তবে তার চেয়েও বড় মাপের মানুষ হতে পারেন কোনো শিক্ষা গ্রহণ না করা একজন শ্রমিক মানুষ। কোচবিহারের জোড়াই এলাকার এক রাজমিস্ত্রীর শ্রমিক এমন কাজই করলেন যার মাধ্যমে তিনি নিজের মনকে বহু উচ্চ স্থানে প্রতিষ্ঠিত করলেন।ওই রাজমিস্ত্রী শ্রমিকের নাম অভিজিৎ মন্ডল।আসলে তিনি ৬৬ কিলোমিটার
রাস্তা পাড়ি দিয়ে কোচবিহারে এসে একজন বয়স্ক মানুষকে রক্ত দিয়ে প্রান বাঁচালেন।দিন আনা দিন খাওয়া সেই শ্রমিক নিজের কাজকর্ম বন্ধ করে স্বেচ্ছায় রক্তদান করে নজির গড়লেন। কোচবিহার জেলার জোড়াই
রামপুরে তার বাড়ি।রোগিনী
দিপালী দেবের বয়স ৭০ বছর। বেশ কিছুদিন ধরে সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।বেশি অসুস্থ হওয়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। হিমোগ্লোবিন প্রচুর কমে যাওয়ায় আরো বেশি অসুস্থ হয়ে পড়েন।ডাক্তারবাবু তাঁকে বাঁচানোর জন্য পরিবারের লোকদের ও নেগেটিভ রক্ত জোগাড় করতে বলেন।
পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ব্লাড ব্যাংক এবং বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেও রক্ত যোগাড় করতে পারেননি। খবরটি পান শঙ্কর রায়, সমীর রাউত তারা তখন জোড়াইতে ওই শ্রমিকের সঙ্গে যোগাযোগ করেন।আর শ্রমিক অভিজিৎ মন্ডল ৬৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোচবিহার চলে আসেন ওই মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য। রক্তদানের পর আপাতত ৭০ বছরের দীপালি দেব সুস্থ রয়েছেন।