
নিজস্ব প্রতিবেদন ঃ জৈন ধর্মের প্রভাবশালী প্রচারক ভগবান মহাবীর জয়ন্তী উপলক্ষে ৩ এপ্রিল সোমবার সকালে শিলিগুড়িতে বিরাট শোভাযাত্রা বের করবে জৈন সমাজ।তাছাড়া সেদিন শিলিগুড়ি এস এফ রোডের সোমানি মিল চত্বরে ভগবান মহাবীরের দর্শন নিয়েও আলোচনা হবে।মহাবীরের আসল নাম ছিল বর্ধমান।তিনি মাত্র ত্রিশ বছর বয়সে সিংহাসন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন এবং আধ্যাত্মিকতার পথে হাঁটেন। তিনি সুপ্রাচীন জৈন ধর্মকে পুনরুজ্জীবন করেছিলেন। সত্য পথে চলা,সৎ কথা বলা, অহিংস নীতি অবলম্বন করা, চুরি না করা, বিষয় সম্পত্তির প্রতি অনুরক্ত না হয়ে ব্রহ্মচর্য পালন করা প্রভৃতি দর্শন দিয়ে তিনি মানব সমাজকে আলোর দর্শন দিয়ে গিয়েছেন।টানা ১২ বছর ধরে কঠোর তপস্যা করে তিনি ইন্দ্রিয় জয় করেছিলেন। নির্ভীক পথে চলা,সহনশীল হওয়া এবং অহিংস নীতির প্রচার করায় তাঁর নাম হয়েছিল মহাবীর। বর্তমান পৃথিবীতে হিংসা বাড়তে থাকায় মহাবীরের দেখানো পথ যে কতটা জরুরি তা আর বলার অপেক্ষা রাখে না।শনিবার শিলিগুড়ি এস এফ রোডের সোমানি মিল চত্বরের তেরাপন্থ ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে মহাবীর জয়ন্তী সমারোহ সমিতির তরফে ডাঃপঙ্কজ জৈন জানান,তারা জৈন সমাজের তরফে ৩ এপ্রিল শোভাযাত্রার পাশাপাশি ভগবান মহাবীরের দর্শনগুলো সকলের মধ্যে ছড়িয়ে দেবেন।
