
অনিন্দিতা চ্যাটার্জী( আনন্দধারা সঙ্গীত একাডেমি) ঃ ৫ই মে বুদ্ধ পূর্ণিমা । বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মদিন। এই উপলক্ষে পয়লা মে অর্থাৎ মে দিবসের দিন ডুয়ার্সের রামসাই বুধুরাম বনবস্তির শিশুদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রেরনা “নামক একটি সমাজসেবামূলক সংস্থা। সেখানে সঙ্গীত পরিবেশন করে বস্তির শিশুরা। সংস্থার পক্ষ থেকে জলখাবারেরও আয়োজন করা হয়েছিল।সারা বছর ধরে সেবামূলক কাজ করে চলেছে শিলিগুড়ি গার্লস হাইস্কুলের ১৯৯২ সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের বন্ধুরা। ওই ব্যাচের বান্ধবীরা মিলে সেবামূলক কাজের গ্রুপটি তৈরি করেছে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রয়ী দেয়ান, রুনা দত্ত শর্মা , বৈজন্তী বসু, সুচন্দ্রা দাশগুপ্ত। এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মঞ্জরী চ্যাটার্জী ও আরো অন্যান্য। অনিন্দিতা চ্যাটার্জীর একটি প্রতিবেদন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—