
নিজস্ব প্রতিবেদন ঃ করোনা লকডাউনের জেরে অনেকেই মনের চাপ বা স্ট্রেসের মধ্যে পড়েছেন। কিন্তু এই স্ট্রেস কাটানোরও অনেক উপায় রয়েছে। কার্যত করোনার এই দুর্যোগে স্ট্রেস কাটাতেই
উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে আপেল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এক কৃষি বিজ্ঞানি। স্থানীয় রবীন্দ্রনগর কলোনীর বাসিন্দা ড. মৌটুসী দে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মরত একজন বিশেষজ্ঞ। নিজের বাড়ির ছাদে রীতিমতো কয়েকশো গাছের টব দিয়ে বাগান তৈরি করেছেন তিনি। টবে ফলিয়েছেন আপেলও।তার সঙ্গে বিভিন্ন ধরনের শাকসবজি। ফুলে-ফলে কার্যত গোটা ছাদ ভরপুর। তার ছাদ বাগানের আপেল গাছে মোট চব্বিশটি আপেল ধরেছে। তিনি বলেন, গতবছর লকডাউনের সময় ছাদে বাগান করার ভাবনা তৈরি হয়। বর্তমানে প্রায় কয়েকশো গাছ রয়েছে। অন্তত একশো রকমের ফুল গাছ আছে। মটরশুটি, পুঁইশাক, কলমি শাক থেকে কুল, আপেল, আতা প্রভৃতি ফল গাছে ফল ধরেছে।এই নিয়ে বেশ চলছে তাঁর সবুজের সংসার। তাঁর কথায়, সবুজ গাছকে ভালোবাসলে আমাদের সকলেরই মঙ্গল।
