ডাক্তারদের থেকে ওষুধ সংগ্রহ করে এনে গরিবদুঃখীদের মধ্যে বিনামূল্যে বিলি করছেন পদ্মশ্রী

নিজস্ব প্রতিবেদনঃ করোনার দুর্যোগের আগে থেকেই তিনি বহু কাজ করে যাচ্ছিলেন। করোনা পরিস্থিতিতে তাঁর কাজ আরও বেড়ে গিয়েছে। চোখে তাঁর সমস্যা রয়েছে। কিন্তু সেসবকে তোয়াক্কা না করেই মানুষের সেবায় দিনরাত নিজেকে বিলিয়ে দিয়েছেন ডুয়ার্সের রাজাডাঙা গ্রামের বাইক এম্বুলেন্স দাদা তথা পদ্মশ্রী করিমূল হক। এই করোনা দুর্যোগের সময় মুমূর্ষু মানুষকে অক্সিজেন পৌঁছে দেওয়া থেকে শুরু করে সবেতেই তিনি আছেন। আবার গ্রামের বিভিন্ন বাড়িঘর স্যানিটাইজ করছেন। সঙ্গে আছেন তাঁর পুত্র রাজু।করোনা নিয়ে কেও ভয় পেলে তাদের তিনি অভয়ও দিচ্ছেন। একইসঙ্গে চলছে তাঁর ওষুধ বিলির কাজ।তিনি তাঁর বাড়িতে শুরু করেছেন একটি হাসপাতাল। সেই হাসপাতালে গ্রামের গরিব মানুষদের চিকিৎসার পাশাপাশি ওষুধ দেওয়া হয় বিনামূল্যে। আর এই ওষুধ সংগ্রহের জন্য বিভিন্ন ডাক্তারদের চেম্বারে চলে যান তিন।ডাক্তারদের থেকে ওষুধ সংগ্রহ করে এনে তিনি গরিবদুঃখীদের চিকিৎসার জন্য বিলি করছেন।এ এক অন্যরকম মানুষ। পদ্মশ্রীর মতো জাতীয় পুরস্কার পেয়েও তাঁর নেই কোনো অহঙ্কার।