অবশেষে যাত্রা শুরু মিতালি এক্সপ্রেসের

নিজস্ব প্রতিবেদন ঃ অবশেষে এনজেপি থেকে ঢাকার উদ্দেশ্যে বহু প্রতীক্ষিত মিতালি এক্সপ্রেস যাত্রা শুরু করলো বুধবার। বৃহস্পতিবার আবার ঢাকা থেকে মিতালি এক্সপ্রেস এনজেপির উদ্দেশ্যে যাত্রা করবে। বাংলাদেশের সঙ্গে ভারতের ট্রেন যোগাযোগের এটি তৃতীয়তম ট্রেন। এদিন সকালে এনজেপি থেকে ২৮ জন যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে।
ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ ও বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সবুজ পতাকা উড়িয়ে এদিন এই ঐতিহাসিক ট্রেনটির উদ্বোধন করেন। এদিন মিতালি এক্সপ্রেসের যাত্রা উপলক্ষে এনজেপি স্টেশনে এক অনুষ্ঠানে সবুজ সঙ্কেত দেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ সহ রেলের পদস্থ আধিকারিকরা। মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেসের পর ভারত ও বাংলাদেশের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের তৃতীয় ট্রেন হলো এই মিতালি এক্সপ্রেস। এনজেপি থেকে ঢাকা ও ঢাকা থেকে এনজেপি স্টেশনে সপ্তাহে দুদিন যাতায়াত করবে এই ট্রেন ।নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রবিবার ও বুধবার এবং বাংলাদেশের ঢাকা থেকে সোমবার ও বৃহস্পতিবার ছাড়বে ট্রেনটি। ট্রেনের টিকিট কাটতে হলে পাসপোর্ট ভিসা আবশ্যক।
ট্রেনটির এসি কেবিন বার্থের ভাড়া ৪৯০৫ টাকা, এসি কেবিন চেয়ারকারের ভাড়া ৩৮০৫ টাকা, এসি চেয়ারকারের ভাড়া ২৭০৭ টাকা। নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা রেল স্টেশনের দূরত্ব ৫৯৫ কিলোমিটার যার মধ্যে ৬৯ কিলোমিটার ভারত ভূখণ্ডে পড়ে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ভারতীয় সময় সকাল ১১.৪৫ মিনিটে ছেড়ে বাংলাদেশের সময়ে রাত ১০.৩০ মিনিটে ঢাকাতে পৌছাবে। মাঝে ভারতের দিকে সীমান্তর শেষ সীমান্ত স্টেশন হলদিবাড়ি। বাংলাদেশের দিকে শেষ সীমান্ত স্টেশান চিলাহাটি। ১০ মিনিট করে এই দুটি স্টেশনে ট্রেনটি দাঁড়াবে লোকো পাইলট বদলানোর জন্য। এর বাইরে ট্রেনের আর কোনো স্টপেজ নেই।