হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ভালো আছেন ক্যান্সার আক্রান্তরা,কিডনি পাথরও গলে যাচ্ছে হোমিওপ্যাথি ওষুধে

নিজস্ব প্রতিবেদন ঃ  এই মুহূর্তে দু’জন ক্যান্সার আক্রান্ত রোগী তাঁর কাছ থেকে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে খাচ্ছেন এবং ভালো আছেন।আবার এক হাজারেরও বেশি কিডনি অসুখে আক্রান্ত রোগী তাঁর চিকিৎসায় ভালো আছেন।যাদের কিডনিতে ছোট্ট পাথর হয়েছে তাদের কিডনি পাথর স্রেফ ওষুধ দিয়ে গলিয়ে প্রস্রাবের সঙ্গে শরীর থেকে বের করে দেওয়া হয়েছে। শিলিগুড়ি হাকিমপাড়ার ঋষি অরবিন্দ রোডের শৈল হোমিও হলে বসে এমন সব অভাবনীয় চিকিৎসা স্রেফ হোমিওপ্যাথি ওষুধের সাহায্যে করে চলেছেন ডাঃ সুশান্ত দাস।প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত তাই তাঁর কাছে রোগীদের ভিড় লেগে থাকছে। বহু অসুস্থ মানুষ তাঁর চিকিৎসায় সেরে উঠছেন।আর হোমিওপ্যাথি চিকিৎসায় তেমন খরচ নেই বললেই চলে। কথায় কথায় অত পরীক্ষানিরীক্ষার ঝামেলা নেই। ওষুধের দামও কম। রোগের লক্ষন দেখেই বেশি চিকিৎসা হয়।শিলিগুড়ি ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত এমনকি বাংলাদেশ থেকেও রোগীরা আসছেন সুশান্তবাবুর কাছে। হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ সুশান্ত দাস বলেন, আজকাল মানুষের খাদ্যাভাস বদলে গিয়েছে। পরিবেশও ক্রমশ বদলে চলেছে। গাছ কমে গিয়েছে। তাই রোগের ধরনও বদলে যাচ্ছে। কুড়ি পচিশ বছর আগের রোগ আর আজকের রোগের মধ্যে অনেক ফারাক। মানুষকে তাই খাদ্যাভাস সম্পর্কে সচেতন হতে হবে, যদিও হোমিওপ্যাথি চিকিৎসাও সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক হয়েছে এবং হচ্ছে বলে ডাক্তার সুশান্ত দাস জানান।আগামী পয়লা জুলাই চিকিৎসক দিবস।এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এছাড়াও ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে তিনি বলেন,মানুষকে পরিবেশ নিয়ে সচেতন হওয়ার সময় এসেছে। গাছ লাগাতে হবে চারদিকে। সবুজ পরিবেশ যত বাড়বে ততই দূষণ কমবে এবং মানুষ ভালো থাকবে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —