ঋতুকালীন স্বাস্থ্য নিয়ে সচেতনতা শিবির চা বাগানে

নিজস্ব প্রতিবেদন ঃ  ঋতুকালীন স্বাস্থ্য নিয়ে আলোচনা হলো নিউ ডুয়ার্স চা বাগানে। শিলিগুড়ি রিপ ফাউন্ডেশন থেকে সমাজসেবী রোজলি দত্ত সেই আলোচনা করেন বৃহস্পতিবার। অনুষ্ঠানে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স সোনালি সামন্ত উপস্থিত ছিলেন। বিভিন্ন চা বাগানে মেয়ে পাচারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সচেতনতার অনুষ্ঠান করে চলেছেন রোজলি দত্ত। তার পাশাপাশি মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার ওপর সচেতনতার প্রচার করে চলেছেন রোজলিদেবী।এদিন ওই চা বাগানে তাঁরা কিছু স্যানিটারি ন্যাপকিনও বিলি করেন। নার্স তথা সমাজসেবী সোনালী সামন্ত বিশেষ ওই উদ্যোগ গ্রহণ করেন।রোজলি দত্তের এই প্রয়াসের তারিফ করেন সোনালি সামন্ত। রোজলিদেবী বলেন,বিভিন্ন অজুহাতে মেয়েদের পাচার করে দিচ্ছে পাচারকারীরা। কখনো চাকরির টোপ, কখনো বিয়ের প্রলোভন, কখনোবা অন্য কোনো কৌশল। প্রেমের অভিনয় করেও মেয়েদের পাচার করে দেওয়া হচ্ছে।। এদিন নিউ ডুয়ার্স চা বাগানের মেয়েরা ওই সচেতনতার অনুষ্ঠানে বেশ খুশি। তাঁরা সকলে রোজলি দত্ত এবং সোনালী সামন্তের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-