
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শহর লাগোয়া সাহুডাঙির শিব গঙ্গা হরি মন্দির সংলগ্ন পাড়ায় এক নাবালক ও নাবালিকার বিয়ে আটকে দিল প্রশাসন।আমবাড়ি ফাঁড়ির ও সি সজল রায়ের নেতৃত্ব রাজগঞ্জের বিডিও ও বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শশীচন্দ্র বর্মন নাবালক পাত্রের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। প্রশাসনোর সামনে দু’পক্ষের বাড়ির লোক মুচলেকা দেয় যে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তারা আর বিয়ে দিবে না। বাল্য বিবাহ রুখতে পুলিশ প্রশাসনের এই তৎপরতায় স্থানীয় অনেকেই খুশি।
