
নিজস্ব প্রতিবেদন ঃ প্রতি বৃহস্পতিবার শিলিগুড়ি হাকিমপাড়ায় চিকিৎসকদের সংগঠন আই এম এর শিলিগুড়ি শাখা এবার থেকে বিনামূল্যে রোগী দেখবে। বৃহস্পতিবার রাত আটটার পর থেকে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে রোগী দেখবেন।শনিবার আই এম এর শিলিগুড়ি শাখার অন্যতম কর্নধার তথা বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ মলয় চক্রবর্তী ওই খবর জানিয়েছেন। এদিন চিকিৎসক দিবস উপলক্ষে সারা দিন ধরে চিকিৎসকদের বিভিন্ন অনুষ্ঠান ছিলো।এরমধ্যে রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও ছিলো। শিলিগুড়ি বিধান রোডের একটি হোটেলে বিনামূল্যে সেই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সেখানে আই এম এর অন্যতম কর্নধার তথা বিশিষ্ট বিশেষজ্ঞ নিউরোসার্জন ডাঃ মলয় চক্রবর্তী ছাড়াও আই এম এর সম্পাদক ডাঃ রাধেশ্যাম মাহাতো,প্রবীন শল্য চিকিৎসক ডাঃ এস পি ব্যানার্জী প্রমুখ উপস্থিত ছিলেন। রবিবার বিকালে চিকিৎসকরা হারমোনিয়াম, কি বোর্ড এবং নাটক কবিতা সঙ্গীত নিয়ে মেতে উঠবেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে।চিকিৎসকরা এদিন বিভিন্ন রোগ নিয়ে সচেতনতামূলক আলোচনারও আয়োজন করেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-