
নিজস্ব প্রতিবেদন ঃ ১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে নিজের টোটো সুন্দরভাবে সাজিয়ে তুললেন শিলিগুড়ি শক্তিগড়ের ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার । সোমবার থেকেই তিনি টোটোতে টাঙিয়েছেন অনেক জাতীয় পতাকা এবং মনিষীদের ছবি। তার সঙ্গে তাঁর টোটোতে অনবরত বেজে চলেছে দেশাত্মবোধক সঙ্গীত। করোনা আক্রান্তরা এখন সেই টোটোতে উঠলে দেশাত্মবোধক সঙ্গীত শুনতে পারছে।এতে তাদের মনে করোনার বিরুদ্ধে লড়াই করার মানসিকতা আরও জোরদার হচ্ছে। মুনমুনদেবী বলেন, স্বাধীনতা দিবস স্মরনে আগস্ট মাস জুড়ে চলবে তাঁর এই দেশাত্মবোধের প্রচার।দেশের কথা ভেবেই তিনি নিজের স্বার্থ ত্যাগ করে করোনা আক্রান্তদের বিনা পয়সায় চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন বলে জানান।
